বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ডিভোর্স দেয়ায় নার্সকে হত্যা চেষ্টা, সেনা সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
ডিভোর্স দেয়ায় পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে হত্যা চেষ্টার ঘটনায় সেনা সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার পর থেকে সেনা সদস্য পলাতক রয়েছে।
অভিযোগে জানা গেছে, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিক বাইন গ্রামের নূর মোহাম্মদের ছেলে সেনা সদস্য মো. আমিরুল ইসলামের সাথে পাবনার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলির প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিন বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর দাম্পত্য কলহ সৃষ্টি হলে দুই দফা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তাদের ভুল  বোঝাবুঝির অবসান হলে ফের তারা সংসার শুরু করে। সম্প্রতি সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুলতানা জাহান ডলি যোগদান করেন। এরমধ্যে আবার তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এর প্রেক্ষিতে ডলি ৩ জানুয়ারি  সেনা সদস্য আমিরুলকে ডিভোর্স দেন। এতে আমিরুল ক্ষিপ্ত হয়ে ডলিকে প্রাণনাশের হুমকি ছাড়াও তার নগ্ন ছবি হাসপাতালের অন্যান্য নার্সের মোবাইলে ছড়িয়ে দিয়ে  চরিত্র হরণের অপচেষ্টা করেন। এ ঘটনা প্রেক্ষিতে ডলি থানায় সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) হাসপাতালের ডিউটি শেষে সকাল আটটার দিকে বাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সেনা সদস্য আমিরুল হাসপাতালের জরুরী বিভাগে  ঢুকে দায়িত্বরত ডলিকে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায়,পেটে এবং হাতে উপর্যপুরী কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় ডলির  চিৎকারে হাসপাতালের দায়িত্বরত অন্যান্য সহকর্মীরা এসে তাকে জরুরী চিকিৎসা দেয়।
এব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
চাটমোহর থানার ওসি মো. গোলাম সারওয়ার বলেন, ওই ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামি  সেনা সদস্য হওয়ায় এ বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ঘটনাটি অবগত করা হয়েছে এবং আসামী আমিরুলকে গ্রেফতারে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।