বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে শুরু হচ্ছে ৭ম জেলা কাব ক্যাম্পুরী 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
আগামী ১০ জানুয়ারি দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে শুরু হচ্ছে ৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী–২০২৬। এই ক্যাম্পুরীতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিট অংশগ্রহণ করছে। প্রতিটি ইউনিট থেকে ৬ জন কাব সদস্য ও ১ জন ইউনিট লিডার মিলিয়ে মোট ৫১৮ জন অংশগ্রহণকারী থাকছে। এছাড়া থাকবেন প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ও ৮০ জন কর্মকর্তা, সব মিলিয়ে প্রায় ৬৫০–৭০০ জন কাব, স্কাউট ও রোভারদের এক আনন্দঘন মিলনমেলা বসবে দিনাজপুরের বড় মাঠে।
জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মোহিদুল ইসলাম জানান, ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে কর্মকর্তাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং দুপুরের দিকে বিভিন্ন ইউনিটের আগমন শুরু হবে। পরদিন ১১ জানুয়ারি জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, ক্যাম্পুরী আয়োজনের জন্য সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আবাসন, খাবার ও কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এরই মধ্যে ক্যাম্পুরীর মাঠের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। এ উপলক্ষে আকস্মিক পরিদর্শনে আসেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি, পরিচালক (প্রশিক্ষণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর। তারা মাঠ ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জেলা কাব লিডার জানান, পরিচালক মহোদয়ের গঠনমূলক পরামর্শগুলো আয়োজনকে আরও সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করতে সহায়ক হবে।
এই ক্যাম্পুরীর মাধ্যমে কাব স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।