পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত এক নার্স তার সেনা সদস্য স্বামীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের ইনডোর বিভাগে এ ঘটনা ঘটে। আহত নার্সকে গলায় সেলাই শেষে হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নার্স সুলতানা জাহান ডলি (২৮) আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে। তিনি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত স্বামী আমিরুল ইসলাম (৩৫) চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে, পেশায় সে সেনা সদস্য।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইনডোরে নাইট ডিউটিতে ছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হওয়ার আগ মুহূর্তে সকাল পৌনে ৮টার দিকে স্বামী আমিরুল হাসপাতালে এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ডলির গলায় ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে সঙ্গে থাকা স্টাফরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, “আহত নার্সের গলা কেটেছে, গলায় সেলাই দিয়েছি। আমরা তাকে এখানে ভর্তি রেখেই চিকিৎসা দিচ্ছি। এখনো তার কাছ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতরে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, হাসপাতালের ভেতর নার্সের গলায় ছুরিকাঘাতের “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বামী স্ত্রীর দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”