পাবনার আটঘরিয়া উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মুন্সি (৮২) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় গার্ড অব অনার প্রদান শেষে হাজীপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এসময় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ বীর মুক্তিযোদ্ধাৃবৃন্দ,স্থানীয় জনসাধারণ উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।