টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগধারা পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম তালহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাইরুল ইসলাম তালহা সাংবাদিকতা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ হওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বাসাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, দুপুরে অভিযান চালিয়ে বাসাইল থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে খাইরুল ইসলাম তালহাকে আটক করে। পরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।