সিরাজগঞ্জ এনায়েতপুরে শীতার্তদের মাঝে ফেসবুকের অর্থায়নে কম্বল বিতরণ করেন। বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৮ ঘটিকায় এনায়েতপুরের যমুনা নদীর পাড়ে ফেসবুকের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন মামুন বিশ্বাস।
এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে মামুন বিশ্বাস বলেন দুর্গম অঞ্চল গুলোতে হতদরিদ্র গরীব অসহায় মানুষের মাঝে কয়েক ধাপে শীত বস্ত্র বিতারণ করা হয়।যাতে করে এই শীতকে উপেক্ষা করে সমাজের সকল বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং প্রথম ধাপে ২০০ পিচ এখন দ্বিতীয় ধাপে ১৬০ পিচ কম্বল বিতরণ করছি।
উপকার ভোগীরা বলেন, আজকে যে মামুন বিশ্বাস আমাদের মাঝে কম্বল তুলে দিলেন তার জন্য দোয়া করি, কারণ আমরা এই শীতে ছেলে সন্তান নিয়ে অনেক কষ্ট করছি। একটি কম্বল পেয়ে আমার অনেক আনন্দিত, ছেলেমেয়ে নিয়ে এই শীতের মধ্যে অনেক শান্তিতে ঘুমিয়ে থাকতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুক্তার হাসান, প্রেসক্লাবের সেক্রেটারি রফিক মোল্লা, আইসিএল ইস্কুলের প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান প্রমুখ।