সিরাজগঞ্জের এনায়েতপুরে স্থল ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মো: আহাম্মদ আলী রাজকে আহবায়ক ও মো: মাসুদ রানাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মো: মিজানুর রহমান রুবেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ ও সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা উক্ত কমিটি ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসমত আলী হাসু জানান, স্থল ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন হওয়ায় উক্ত ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীরা নতুন উদ্যমে কাজ করবে। এদের মাধ্যমে স্থল ইউনিয়ন ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান হবে।স্থল ইউনিয়নের নবাগত আহ্বায়ক আহম্মেদ আলী রাজ এর কাছে জানতে চাইলে বলেন আমি আশ্বাস্ত করছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা আমিরুল ইসলাম খান আলিম ভাইকে আসস্থ করছি স্থল ইউনিয়ন থেকে ধানের শীষকে বিপুল ভোটে জয় যুক্ত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।