যশোরের অভয়নগরের রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুল মাজেদ মুন্সি, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মফিজুর রহমান, বাংলা বিভাগের সুপার মাওলানা হাবিবুর রহমান, হেফজখানার হাফেজ রেজাউল ইসলাম এবং নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আব্দুল হাই। অতিথিরা বলেন, শুধু পাঠ্যবই বিতরণ নয়, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা-উদ্দীপনা বাড়ায় এবং অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সুদৃঢ় করে। তারা মাদ্রাসাটিকে একটি নৈতিক ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলতে সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বই বিতরণ শেষে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে। অভিভাবকরাও এ কার্যক্রমকে শিক্ষা-বান্ধব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম্মার ইবনে হুসাইন।