বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

রিপোর্ট বিভ্রান্তি না গাফিলতি, পালস্ ডায়াগনস্টিকের ভুলে রোগীর জীবন সংকটে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর দেওয়া পরপর দুটি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে চরম অমিল ধরা পড়েছে। এতে রোগী ব্যবস্থাপনায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট চিকিৎসক ও সচেতন মহলের মধ্যে। ভুক্তভোগী তরুণী মোছা. কুলসুম (১৯)-এর আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দুটি পর্যালোচনায় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। প্রথম রিপোর্টে বলা হয় ‘Incomplete Abortion’ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানের ডাক্তার শেখ কেরামত আলী প্রদত্ত রিপোর্টে লেখা হয়, Sonologically Incomplete Abortion এতে জরায়ুর ভেতরে গর্ভজাত অংশ (RPC) থাকার কথা উল্লেখ থাকলেও জরায়ুর বাইরে গর্ভধারণ বা রক্তক্ষরণের কোনো ইঙ্গিত ছিল না। মাত্র ৭ দিন পর দ্বিতীয় রিপোর্টে ‘Ruptured Ectopic Pregnancy’

২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে একই সেন্টারের ডাক্তার তনুশ্রী বিশ্বাস প্রদত্ত দ্বিতীয় রিপোর্টে উল্লেখ করা হয়।

Ruptured Right Tubal Ectopic Pregnancy with Hemoperitoneum যা চিকিৎসাবিজ্ঞানে জীবন-সংকটজনক জরুরি অবস্থা হিসাবে বিবেচিত।

একজন স্থানীয় গাইনী চিকিৎসক বলেন, এ ধরনের এক্টোপিক প্রেগন্যান্সি হঠাৎ তৈরি হয় না।

প্রথম রিপোর্টে কোনো ক্লু না থাকা বড় ধরনের গাফিলতির ইঙ্গিত দেয়। ভুক্তভোগীর স্বজনদের দাবি, ভুল রিপোর্টে চিকিৎসকরা বিভ্রান্ত হয়েছেন, এতে রোগীর জীবন হুমকির মুখে পড়ে। তারা ঘটনার বিচার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চান।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন,

বিষয়টি আমাদের নজরে এসেছে।

অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারটির রিপোর্টিং প্রক্রিয়া, যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা যাচাই করা হবে। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রোগী নিরাপত্তা নিশ্চিত করতে সব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে মানদণ্ড অনুসরণ করতে হবে। স্বাস্থ্য সেবায় অবহেলা বা ভুল রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনা সম্পর্কে পালস্ ডায়াগনস্টিকের পরিচালক ডাক্তার স্বাগত দাস বলেন, রিপোর্টে তেমন কোন সমস্যা নেই, দুইবার রিপোর্টে একটু সমস্যা হয়েছে, আমরা বিষয়টি দেখতেছি কেন এমন হল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।