ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৯জন প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা আফরোজা আখতার।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।
যাচাই বাছাই শেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বৈধ প্রার্থী ৫জন হলেন, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বৈধ প্রার্থী ৭জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বৈধ প্রার্থী ৪জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বৈধ প্রার্থী ৩জনের নাম ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল করিম।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশু, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি) প্রার্থী জিএম সালাউদ্দীন, জাসদ মনোনীত প্রার্থী মোঃ ইদ্রিশ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি রবিউল ইসলাম ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি- (এলডিপি) মনোনীত প্রার্থী
শফিকুল ইসলাম সাহেদ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আলিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন ও মাইনর জনতা পার্টি- বিএমজেপি মনোনীত প্রার্থী রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) বাংলাদেশের জামাতে ইসলামী মনোনীত প্রার্থী জিএম নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এসএম মোস্তফা আল মামুন।