শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হ্যাভেন সোসাইটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২০

প্রদীপ কর্মকার:
অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বাজার তাড়াশ সিরাজগঞ্জে “হ্যাভেন সোসাইটি” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিক্ষা  সম্প্রীতি সমৃদ্ধি স্লোগান নিয়ে ২০১২ সালের ২২শে আগস্ট নওগাঁ বাজার এলাকার কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্যমী স্বপ্নবাজ তরুণদের দ্বারা এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন “হ্যাভেন সোসাইটির” যাত্রা শুরু হয়।

বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক ও শিক্ষামুলক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে হাঁটি হাঁটি করে সংগঠনটি ৮ম বর্ষে পদার্পণ করেছে। সংগঠনটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে  এলাকায় আলাদাভাবে সবার নজর কেড়েছে। সংগঠনটি সম্প্রতি করোনাকালীন সময়ে কর্মহীন প্রায় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে। সকাল ৯ ঘটিকায় ঐতিহ্যবাহী জিন্দানী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আবুল কাশেম,উক্ত কলেজের সভাপতি অ্যাডঃ নুরুল ইসলাম, শিক্ষক বৃন্দ ৪ নং নওগাঁ ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম তরুন সহ হ্যাভেন সোসাইটি সংগঠনের সকল সদস্য। কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ সংগঠনের কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

বিকেল ৪ ঘটিকায় নওগাঁ বাজার ঝংকার বটতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নওগাঁ বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এলাকার সুধীবৃন্দের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আনন্দঘন ও প্রানবন্ত হয়ে ওঠে এবং বিশিষ্টজনেরা সার্বক্ষণিক হ্যাভেন সোসাইটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং হ্যাভেন সোসাইটিকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহবান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আলিম, সঞ্চালনা করেন আলাউদ্দিন আজাদ। অনুষ্ঠানে হ্যাভেন সোসাইটির প্রতিষ্ঠাকালিন সম্পাদক সাইফুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠাকালিন পটভূমি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন এবং বর্তমান সম্পাদক আব্দুস সাত্তার সংগঠনটির বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য আবু হোরায়েরা এবং যুগ্ম সম্পাদক সোহেল রানা।আলোচনা সভায় প্রতিষ্ঠাকালিন সভাপতি ধনঞ্জয় কুমার মাহাতোসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুধীবৃন্দদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।