বুধবার , ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর. উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ও গিরাগাঁও বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আবু তাহের মোঃ দুলাল,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় মাদক, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের কসাই পট্টির ময়লা আবর্জনা,রোগাক্রান্ত পশু জবাই, যত্রতত্রে ডিজেল ও পেট্রোলের দোকান,বোতলে জ্বালানী তেল বিক্রি , ডাংগীর হাট সরকারি কলেজ সংলগ্ন নির্মাণাধীন পাকা রাস্তায় এক অসহায় গরীব প্রতিবন্ধী ব্যক্তির একখন্ড জমির উপর অযৌক্তিকভাবে দু’টি ব্রীজ নির্মাণের বিষয় সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল সমস্যা সমাধানসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।