আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী লায়ন মোমেনা আলী, পুত্র মামুন আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম আকবর আলী বলেন, “উল্লাপাড়ার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উল্লাপাড়াকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে উল্লাপাড়ার জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এম আকবর আলী একজন শিক্ষানুরাগী, জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে উল্লাপাড়ায় বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।