পাবনার আটঘরিয়ায় অটোবাইকের ধাক্কায় শামীম হোসেন (৪২) নামক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে একদন্ত ইউনিয়ন চান্দাই নতুন পাড়া গ্রামে। নিহত শামীম হোসেন বজলুর রহমানের ছেলে।
আজ রোববার (২৮ডিসেম্বর) সকাল আটটার দিকে নিজ বাড়ির সামনে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শামীম হোসেন বাড়ির সামনে রাস্তার পাশে আম গাছের সাথে হেলান দিয়ে বসে ছিলেন।
এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গামী অটোবাইক এসে তাকে সজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন শামীম হোসেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।