টাঙ্গাইলের নাগরপুরে অসহয়,দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থ্যপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ শীত বস্ত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান, নাগরপুর প্রেসক্লাবে সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা গোলাম,নাগরপুর প্রেসক্লাবে মো.এরশাদ মিয়া সহ ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিগণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিন বলেন, উপজেলার বারোটি ইউনিয়নের শীত বস্ত্র বিতরণ করা হবে।