শিশুদের মানসিক বিকাশ ও গণিত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের আর্দশপাড়ায় চালু হওয়া ‘অ্যাবাকাস লার্নিং কেয়ার অ্যান্ড বীরগঞ্জ কিডস একাডেমি’তে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদানের পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেই সাথে এই প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও সেরাদের সেরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান,এখানে অ্যাবাকাস পদ্ধতির মাধ্যমে ক্যালকুলেটর ছাড়াই দ্রুত হিসাব করার কৌশল, শিশুদের মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এর কার্যকারিতা তুলে ধরা হয় এবং এখানে ৪ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য অ্যাবাকাস প্রশিক্ষণের পাশাপাশি ৩ বছর থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য কথা বলা, পড়া ও লেখার প্রাথমিক দক্ষতা উন্নয়নে আলাদা কার্যক্রম চালু রয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একাডেমিক ব্যাচও পরিচালিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অভিজ্ঞ অ্যাবাকাস প্রশিক্ষক মাহবুব রহমান। তিনি বলেন, বীরগঞ্জে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতির প্রসার ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মেধা বিকাশে অ্যাবাকাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা আজমা খাতুন পিংকি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ ব্যাপারে অভিভাবক ইসানুর ইসলাম বলেন, বীরগঞ্জে এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় সন্তানদের মানসম্মত শিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সেই সাথে অভিভাবকরা এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের দাবি জানান।