শনিবার , ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই রজব, ১৪৪৭ হিজরি

একজন সাহসী ও কর্মনিষ্ঠ অফিসারের পদক্ষেপে বদলে গেল ফরিদপুরের চাল চিত্র

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পাবনা চলনবিল অধ্যুষিত এলাকার এক জনপদের নাম ফরিদপুর উপজেলা। এ উপজেলায় মূলত উৎকৃষ্ট মানের দুগ্ধজাত পণ্য (ঘি ও ছানা) এবং তাঁতশিল্প ও কৃষিপণ্যের জন্য বিশেষভাবে পরিচিত।এটি পাবনা জেলা শহর থেকে দূরে অবস্থিত হাওয়ায় অনেক ক্ষেত্রেই অবহেলিত একটি উপজেলা।দীর্ঘ দিন ধরে এই উপজেলা ও উপজেলার মানুষ উন্নয়ন, শিক্ষা,বিভিন্ন আইনি সেবা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে, দুধ ও দুগ্ধজাত পণ্য (ঘি ও ছানা) সহ ভূমি সেবা ব্যবস্থাপনা ছিল নাজুক প্রকৃতির।

এ উপজেলার ভূমি সেবা থেকে শুরু করে, মাদক, অবৈধ খাস জমি দখল উচ্ছেদ,খাল পুনরুদ্ধার, বাল্যবিবাহ প্রতিরোধ,ইভটিজিং রোধ,দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরোসন,নকল দুধ উৎপাদন,ভেজাল ঘি,চায়না দুয়ারী জাল ও আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন একজন তরুন, দায়িত্বশীল সাহসী, নির্ভিক কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ।

গত ১লা জুলাই ২০২৪ এ ফরিদপুর উপজেলায় এসিল্যান্ড হিসাবে যোগদান করেন।যোগদানের পরপর তিনি ফরিদপুর পৌরসভার প্রশাসক এর পাশাপাশি পুংগলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বনওয়ারীনগর বণিক সমিতি সভাপতি দায়িত্ব অন্তত দক্ষতার সঙ্গে পালন করেছেন। ফরিদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম শুরু করেন। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, অনলাইন সনদ বজ্য ব্যবস্থাপনা, মশক নিধন, সড়ক বাতি, উপজেলা মাঠ সংস্কার,প্রেসক্লাব,মুক্ত মঞ্চ,ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার সহ শিশু বিনোদন মুলুক পার্ক নির্মান করেন।

গত (১৬) মাসে তিনি বিভিন্ন আইনে ৯৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।তার মধ্য হতে বিভিন্ন মেয়াদে ২৪ জনকে কারাদণ্ড সহ অনন্যা জনকে মোট ৩১,২২,০৫০০/একত্রিশ লাখ বাইশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নামজারী ও মিস কেস সহ প্রায় (১২০০০) বারো হাজারের বেশি মামলা নিস্পত্তি করেছেন। ভূমি উন্নয়ন কর আদায়ে ব্যপক ভূমিকা পালন করেছেন।গত চলতি বছরে ১,৬৮,০০০০০/= এক কোটি আটষট্টি লাখ টাকা আদায় করেন। ভিপি (ক) তফসিল ভুক্ত জায়গা বকেয়া লিজ নবায়ন রাজস্ব থেকে প্রায় ১৬,৩২০০০/-ষোল লাখ বত্রিশ হাজার টাকা আদায় করেন। হাট বাজার বকেয়া রাজস্ব থেকে ১৫,০০,০০০/- পনোরো লাখ টাকার অধিক টাকা আদায় সহ ২০ একরের অধিক কৃষি ও অকৃষি খাস জমির অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার করেন যার আনুমানিক মূল্য ১২ কোটির টাকার মতো।খাল দখল মুক্ত ১৬,৩২২২৯/= ষোল লাখ বত্রিশ হাজার দুই শত উনত্রিশ টাকা আদায় সহ খাস জমি দখল মুক্ত করেন।

এক ভূমি সেবা গ্রহিতা মো. ঝন্টু মিয়া বলেন, আমি আমার একটি নামজারীর জন্য আবেদন করেছিলাম, আমি সেই নামজারী টা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। আরেক ভূমি সেবা গ্রহিতা মো. তরিকুল ইসলাম বলেন, আমার একটা মিস কেস খুব অল্প সময়ের ভিতর শেষ হয়েছে এবং কাগজ পত্র যাচাই বাছাই করে আমাদের এসিল্যান্ড সাহেব রায় প্রদান করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, মো. সানাউল মোর্শেদ বলেন, আমি চাই এই অবহেলিত ফরিদপুর উপজেলা সর্ব দিক দিয়ে এগিয়ে থাক। আমার এই ভূমি সেবা পেতে যেন সাধারণ মানুষ কোন প্রকার হয়রানি শিকার না হয় সেই দিক আমার বিশেষ নজরদারি থাকবে এবং আমার মোবাইল কোর্ট অভিযানে যে জরিমানা করা তা শুধু সবাইকে সচেতন তৈরি করা,কোন শাস্তি প্রদান করা নয়। তবে এখানে শুধু আমার একার পক্ষে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়।এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সামাজের সকলে প্রচেষ্টায় এমন অপরাধ রোধ করা সম্ভব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।