শনিবার , ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই রজব, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ ১ আসনে জামায়াতের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের জনতার ইশতেহার 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক জনসাধারণের সামনে তাঁর জনতার ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলো তুলে ধরেছেন। ইশতেহারে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও নৈতিক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ইশতেহারের ৬ নম্বর দফায় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জোরদার অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাস্তাঘাট নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট স্থাপনসহ টেকসই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।

অন্যদিকে, ইশতেহারের ৯ নম্বর দফায় “মাদকমুক্ত মানিকগঞ্জ-১: আমাদের অঙ্গীকার” শিরোনামে সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানানো হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব) স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মানিকগঞ্জ-১ আসন থেকে মাদকের মূল উৎপাটনের ঘোষণা দেওয়া হয়।

প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, একটি সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ে তুলতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি অভিভাবক তাঁর সন্তানকে নিয়ে শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন।

জনতার ইশতেহারে উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে একটি মানবিক ও কল্যাণমুখী মানিকগঞ্জ-১ আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। “সুস্থ সমাজ, সুন্দর জীবন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।