পাবনার আটঘরিয়ার জাপানবাড়ি চারকোল কোম্পানিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জা চার কোল কোম্পানিতে। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত চারকোল কোম্পানির মালিক রইচউদ্দিন খান জানান শ্রমিকরা শোলাপড়ানোর সময় চুলির আগুনের ফুলকা উড়ে গিয়ে শোলার গাড়িতে পড়লে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
আটঘরিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত চারকোলের ম্যানেজার আব্দুর রহিম সরদার জানান শ্রমিকরা সোলা পোড়ানোর আগুনের ফুলকা গিয়ে শোলার গাদিতে পড়লে আগুনের সুত্রপাত ঘটে।
তবে চারকোল কোম্পানির আশে পাশের প্রতিবেশীরা অভিযোগ করে বলেন,, একদন্ত ইউনিয়নের নয়নগর বেলদহ জাপান বাড়ি সহ আমরা কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছি। শোলা পুগানোর কারণে ছাই এবং ধোঁয়া কারণে আমরা বসবাস করতে পারি না।
ভাত খাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় কালো ধোঁয়ায় নষ্ট হয়ে যায়। শ্বাসকষ্ট নেয়া কষ্ট কর হয়ে পড়ে। তারা আরও বলেন, ধোঁয়া আর ছাইয়ের কারণে আমরা ফসল ফলাতে পারি না। যা ফসল ফলাই সব নষ্ট হয়ে যায়। বিষয়টি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।