মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামে ১৪৪ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা এক নারীর বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাট হয়েছে। ২১আগষ্ট(শুক্রবার )রাতে বিষয়টি লিখিত আকারে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ৷ অভিযোগসূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার কাপাসহাটি গ্রামের মোছা: ফিরোজা খাতুনের বসতবাড়িতে ১৪৪ধারা জারিকৃত জমিতে আইন ভঙ্গ করে প্রতিপক্ষর লোকেরা অকস্মাৎ হামলা চালিয়ে বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাট করে।
ভাঙ্চুরের ঘটনায় ৪জনকে বিবাদী করে অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামি করা হয়। বিবাদীরা হলেন, মো. আক্কেল আলী, মো. আসাদুজ্জামান, আবদুর রউফ ও আবুল কালাম আজাদ। বিষয়টি সম্পর্কে শনিবার বিকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।