শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও ২০২৬ সালের ক্যাডেট ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ায় ভাঙ্গুড়া ক্যাডেট কোচিং ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানান ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম।

মেধা বৃত্তির পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাওনাফ হোসেনকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিয়া খাতুনকে ৩ হাজার, তৃতীয় স্থান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসকে ২ হাজার টাকা ও ৪র্থ থেকে ২০তম পর্যন্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার হিসাবে ক্রেস্ট, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী ও পুরষ্কার বিজয়ী প্রত্যেককে প্রদান করা হয় মেধা বৃত্তি সনদ।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান ও বাওবি বিষয়ে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের মোট ৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।