বৃহস্পতিবার , ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই রজব, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
‎পাবনার ঈশ্বরদীতে কৃষির ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে চলমান বিক্ষোভ আন্দোলনে পুলিশ লাঠিচার্জের ঘটনায় ২৩ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠে এসেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে শহরের আলহাজ্ব মোড় গোল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের তথ্যমতে, দুপুর ১২টার দিকে ঈশ্বরদীস্থ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবিতে শহরের আলহাজ্ব মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এ সময় ঈশ্বরদী-রাজশাহী, ঈশ্বরদী-ঢাকা ও কুষ্টিয়ার সাথে ঈশ্বরদীর সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে।

যাওয়ায় প্রায় ২ কিলোমিটারের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় মেগা প্রকল্প রুপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের রাশিয়ান কর্মকর্তা ও কর্মচারীরাও এ জ্যামে আটকা পড়েন। এ সময় ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের সাথে বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে ২ প্লাটুন সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং প্রায় ২ ঘন্টাপর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থী জীবন সরকার জানান, আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ সদস্যরা এসে আমাদের পিটিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছেন। নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, আমাদের অন্তত ২৩ জন শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে পুলিশ সদস্যরা। আহতরা সবাই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থী রিফাত জামান বলেন, আমাদের উপর এ হামলার সঠিক বিচার না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো এবং প্রয়োজনে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবারও সড়ক অবরোধ করে আন্দোলন করতে ছিলো। আমরা তাদের দাবি দাওয়া গুলো সংশ্লিষ্টদের মাধ্যমে আলোচনা করে পুরণের আশ্বাস দিয়ে তাদের ক্যাম্পাসে পাঠিয়ে ছিলাম। হঠাৎ আজকে আবার কোনো কারণ ছাড়াই তারা সড়ক অবরোধ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।