পাবনার চাটমোহর উপজেলার সাইখুলা পশ্চিম পাড়ায় একুশে ডিসেম্বর রবিবার প্রতারণা করে দুই প্রতারক এক গৃহবধূর স্বর্ণালংকার লুট করে চম্পট দিয়েছে।
ভুক্তভোগী আশা খাতুন জানান, দুপুরের পরে দুই অপরিচিত ব্যক্তি বাড়িতে হাদিস কালামের কথা বলার জন্য আসে। পরে পরিবারের তিন সদস্যকে পানি পড়া খাওয়ান। বাড়িতে বিভিন্ন অসুখ-বিসুখ দূর করার কথা বলে গৃহবধুর স্বর্ণের কানের দুল ও গলার মালা খুলে পানি ভর্তি গ্লাসে রেখে দোয়া পড়ার ভান করতে থাকেন। একপর্যায়ে সবার অগোচরে গায়েব করে ফেলে স্বর্ণালংকার।
ভুক্তভোগী আরো জানান, অজ্ঞতো ওই দুই ব্যক্তি বলে যান আমরা যাওয়ার পরে ওই গ্লাস খুলে দেখতে। সেখানেই আপনাদের স্বর্ণালংকার রাখা আছে। কিন্তু অজ্ঞতো ব্যক্তির চলে যাওয়ার পরে পাড়া-প্রতিবেশীরা এসে ঘটনাটি জানতে চাইলে হুঁশ ফেরে বাড়ির লোকজনের। ততক্ষণে স্বর্ণালংকার নিয়ে অজ্ঞতো দুই ব্যক্তি চম্পট দেয়।
ভুক্তভোগী পরিবার জানায় আনুমানিক দশ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞতো ওই দুই ব্যক্তি যার মধ্যে একটি কানের দুল ও একটি গলার মালা ছিল।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি লিখিতভাবে চাটমোহর থানায় জানালে তদন্ত সাপেক্ষে ওই দুই অজ্ঞতো ব্যক্তি কে আটকের ব্যবস্থা গ্রহণ করা হবে।