শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২০

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ল্যাব কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ২১ শে আগস্ট বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষনার পরপরই এই স্বজনপ্রীতি অভিযোগ করেছে একাধিক প্রার্থীর ও তার অভিভাবকবৃন্দ।
চাকুরীতে নিয়োগ প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী ল্যাব কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।বিধি মোতাবেক আবেদনকৃত প্রার্থীর মধ্যে থেকে ১২ জন প্রার্থীকে বৈধ্য বলে ঘোষণা করে নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু করেন কর্তৃপক্ষ।সেই ধারাবাহিকতায় গত শুক্রবার অত্র বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় ১১জন অংশ গ্রহণ করেন।পরীক্ষার পর ফলাফল ঘোষনা না করে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন তার অফিস কক্ষে নিয়োগ কমিটি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রার্থীদের তিনি বিদ্যালয়ের স্থান ত্যাগ করার নির্দেশ দেন।পরদিন শনিবার সকালে প্রার্থীরা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে নিযোগ পরীক্ষার ফলাফল টাঙ্গানো না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী ও তার অভিভাবকরা জানান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসানের ভাতিজা আবুল কালাম আজাদকে নিয়োগ কমিটি ল্যাব কম্পিউটার অপারেটার পদে নিয়োগ পেয়েছেন।তারা অভিযোগ করে বলেন, সভাপতির ভাতিজা থাকতে আমাদের মধ্যের কেহই নিয়োগ পাবেন না।

নিযোগ পরীক্ষার চুড়ান্ত প্রার্থী নির্বাচন ফলাফলের জানতে চাইলে জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, আমি তৃতীয় পক্ষ, নিযোগ সংক্রান্ত বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ সাইফুল আলম বলেন, গণমাধ্যম কর্মীদের নিয়োগ পরীক্ষার কোনো তথ্য দেওয়ার নিয়ম নেই।

এবিষয়ে ডিজির প্রতিনিধি আব্দুল জব্বার বলেন, যিনি প্রথম হয়েছেন তার নাম মৌখিকভাবে ঘোষনা করা হয়েছে। অন্য কোনো তথ্য দেওয়ার বিধান নেই।

এবিষয়ে জেলা মাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন বলেন, নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়ার বিধান রয়েছে।

এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসানের মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।