ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে সামাদ (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নের বড় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে জামালপুর সদর উপজেলা হাট চন্দ্রা গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয়রা মরদেহটি আদ্রা ইউনিয়নের বড় বাড়ির পাশে পুকুরে পানিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছোট বোন বুলবুলি বেগম জানান, গতকাল বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে, আমরা জামালপুর শহরে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, লোক মারফৎ শুনে আজকে এখানে এসে ভাইয়ের লাশ পেলাম।তিনি আরও জানান, তার ভাই মৃগী রোগী ছিলেন।তার কোন শত্রু ছিলনা।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।