আসামীকে গাছের সাথে বেঁধেও রাখতে পারল না অসহায় পিতা; বিচারের নামে প্রহসন ও পরিবারকে হুমকির অভিযোগ।
যশোরের অভয়নগরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল আনুঃ ১১ টার সময় উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা গ্রামে ওই শিশুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। শিশুটি উপজেলার মালাধরা গ্রামের সাদ্দাম মোল্লার মেয়ে।
শিশুটির মা দিপিকা বেগম জানান, আমি বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে আমার মেয়েকে বাড়িতে রেখে উপজেলায় গেছিলাম উপজেলা থেকে ফোনে শুনি আমার মেয়েকে ওই লম্পট মিন্টু মোল্লা ধর্ষণ চেষ্টা করেছে দ্রুত বাড়িতে এসে দেখি আমার স্বামী ওই মিন্টুকে বেঁধে রেখেছে। পরে স্থানীয় বিএনপি নেতারা বিচার করে দেওয়ার কথা বলে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মামলা করতে থানায় যাচ্ছি। এবিষয়ে শিশুটির পিতা সাদ্দাম মোল্লা বলেন, আমি মাঠে কাজে ছিলাম হঠাৎ বাড়ির উঠানে আসলেই আমার মেয়ে বাথরুম থেকে চিকিৎকার দিয়ে ওঠে আমি দৌড়ে বাথরুমে গিয়ে দেখি আমার মেয়েকে মিন্টু মোল্লা ধর্ষণ চেষ্টা করছে ওই অবস্থা দেখে আমি মিন্টুকে ধরে ফেলি পরে মিন্টু আমার পা জড়িয়ে ধরে বিষয়টি কাহকে না জানাতে অনুরোধ করতে থাকে আমি উঠানে গাছের সাথে বেঁধে রাখি পরে স্থানীয় বিএনপি নেতা হান্নান ও কেরামত এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়, এবং বিচার করার আশ্বাস দেয়। সেই ভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভিকটিম শিশু বলে, আমাকে মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে আমার প্যান্ট খুলে ফেলে মিন্টু কাকা পরে আমি চিৎকার দিলে আমার আব্বু এসে আমাকে বাঁচায়। এবিষয়ে অভিযুক্ত উপজেলার মালাধরা গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে মিন্টু মোল্লা(৩৫)’র বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ জাহিদুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। অন্যদিকে এই ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় কিছু রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা ওই শিশুর মা বাবাকে মামলা বা কোন আইনগত সহায়তা না নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভিকটিম শিশুর মা বাবা অভিযোগ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এরিপোর্ট লেখা পযন্ত মামলা করার জন্য শিশুটির মা বাবা অভয়নগর থানায় রয়েছে।