বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে দারুল উম্মাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দারুল উম্মাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) বাজার সংলগ্ন দারুল উম্মাহ একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বারীয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরী,দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুফ্তী আসাদুল্লাহ সাইফী, দারুল উম্মাহ একাডেমির পরিচালক মাওলানা হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক মাওলানা বেলাল হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়, অভিভাবক-শিক্ষক সমন্বিত ভূমিকা এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, ধর্মীয় সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, আর তা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অপরিহার্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।