জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে এনায়েতপুর মন্ডলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এরপর কেজির মোড় হয়ে বেতিল বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা, এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম মোল্লা, ইসলামী ছাত্রশিবির নেতা ফয়সাল খোন্দকার প্রমুখ।
বক্তাগণ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন অদম্য বিপ্লবী। তিনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। এখনো প্রশাসন তার খুনিদের গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতার করতে হবে এবং অতিদ্রুত বিচার সম্পন্ন করতে হবে। ভারতের এদেশীয় দোসর আওয়ামী লীগ, এদের আইনের আওতায় আনতে হবে।