মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে মহানাম যজ্ঞ ও কীর্তন অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর পৌরসভার আওতাধীন গোপালনগর শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ফরিদপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ আবু তাহেরের নেতৃত্বে এ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন পরামানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক রঞ্জু বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফারুক হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম, ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী, পৌর কৃষক দলের সভাপতি ইসরাত হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারা আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।