ঢাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ। পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বক্তব্য বলেন, একটি মহল নিজেরা অপরাধ করে বিএনপির নেতাকর্মীদের ওপর দায়ভার চাপাতে চেয়েছিল। কিন্তু মিডিয়ার ভাইদের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার কারণে ওদের গুড়ে বালি পড়েছে। হাদীর ওপর গুলিবর্ষণ কারীদের মুখোশ উন্মোচন হয়েছে। এরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছি। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সাবেক নেতা আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির নেতা এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খান, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বেল্টু, আবু সাঈদ লিটন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠুন আহমেদ, সাঁড়া ইউনিয়ন যুবদলের নেতা সোহান পারভেজ বিপু, যুবদল নেতা আবির হাসান মামুন, কলেজ ছাত্রদলের সাবেক নেতা কবির বেপারীসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
রবিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫