রবিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘুমের ওষুধে স্বামী হত্যার অভিযোগ, শিশু সন্তানকেও হত্যার ছক : চাটমোহরে স্ত্রী ও প্রেমিক আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
পাবনার চাটমোহর উপজেলায় স্বামীকে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর দুই বছরের শিশু সন্তানকেও হত্যার পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত ওই নারী ও তাঁর কথিত প্রেমিককে স্থানীয়রা আটক করলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর চাটমোহর উপজেলার কাটেঙ্গা এলাকায় শের আলী নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়। শুরু থেকেই তাঁর মৃত্যুকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দেয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে।
ওই সময় কাটেঙ্গা এলাকায় টাকা লেনদেনের বিষয়ে শারমিন নামের এক নারীর সঙ্গে দেখা করতে এলে অনিক (২২) নামের এক যুবককে স্থানীয়রা আটক করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শারমিনকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয় লোকজন।
অনিক চাটমোহরের কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় একটি সেফটি আইটেমের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। অপরদিকে, শারমিন দুই সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর অনিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, প্রায় চার মাস ধরে শারমিন ও অনিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, স্বামীর মৃত্যুর আগেও অনিক নিয়মিত শারমিনের বাড়িতে যাতায়াত করতেন।
কয়েকজন বাসিন্দা আরও দাবি করেন, শারমিনের ছোট সন্তানকে হত্যার পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে। তাঁদের ভাষ্য অনুযায়ী, অনিক নাকি একাধিকবার বলেছেন এখন নয়, এক দেড় মাস পরে বিষয়টি করা যাবে।
আরেকটি সূত্র জানায়, নদী (২০) নামে স্থানীয় এক তরুণীর মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি সন্দেহ আরও ঘনীভূত করে। ওই সূত্র ধরেই ধীরে ধীরে পুরো ঘটনা প্রকাশ্যে আসে বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদে শারমিন নিজেই স্বীকার করেন, অনিকের সঙ্গে তাঁর চার মাসের সম্পর্ক ছিল এবং একবার নিজ ঘরেই তাঁদের শারীরিক সম্পর্ক হয়। এবং অনিকের মাধ্যমে ঘুমের ওষুধ এনে শারমিন তার স্বামীকে খাওয়ায়।
এদিকে অনিককে আটকের খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা চাটমোহর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয় সালিশের সুযোগ দিয়ে ফিরে যায় বলে অভিযোগ ওঠে। এতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার বলেন, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে অভিযুক্তদের পাবনা জেলা হেফাজতে পাঠিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।