মোঃ আঃ আলিম সরদার,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শনিবার সকাল ৭টায় থানা মোড় থেকে জয়নাল কে আটক করে এসআই লুৎফর রহমান ও এএসআই ফারুক। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এস আই লুৎফর রহমান ও এ এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা মোড়ে অপেক্ষা করছিল। তথ্যমতে নির্দিষ্ট ব্যক্তি বাঘা পৌর সভার ৬ নং ওয়ার্ডের বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মৃত মুনছার আলীর ছেলে জয়নাল (৩০) ও তার কাছে থাকা একটি ব্যাগে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একজন মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছে।তাকে ১টি মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।