শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিংরইলে তরুণদের উদ্যোগে গড়ে উঠছে পাখিদের নিরাপদ আবাসস্থল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবসকে উপলক্ষ করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব কর্মসূচি গাছে গাছে পাখির বাসা তৈরি। বাউল মেলা অনলাইন সাহিত্য গ্রুপের সৌজন্যে এবং আলোর ভুবন পাঠাগারের বাস্তবায়নে এই উদ্যোগের মাধ্যমে গ্রামকে পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৃহস্পতিবার  সকালে সিংরইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাখির বাসা বসানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের এডহক কমিটির সম্মানিত সভাপতি ও সমাজসেবক জিয়া উদ্দিন খান টিপু। তিনি বলেন, “মানুষের মতো পাখিরাও এই প্রকৃতির সন্তান। তাদের নিরাপদ আশ্রয় বানিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিজয়ের মাসে এমন উদ্যোগ প্রকৃতি ও মানবতার প্রতি সম্মান প্রদর্শনেরই অংশ।” তিনি সিংরইলের ঐতিহ্যবাহী সাহেব বাড়ি ও খাঁ বাড়িকে পাখিদের ‘অভয় আশ্রম’ ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আলি আকরাম খান কাছন, সমাজসেবক খাইরুল ইসলাম রেনু, ইসলামিক বক্তা মাওলানা মমতাজ উদ্দিন হায়াতপুরী, আনিসুর রহমান হানু, আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম, পাঠক ফোরামের সভাপতি জিসান, সদস্য মোফাসেল, নিরবসহ আরও অনেকে।
পাঠাগারের সভাপতি এবং বাউল মেলা অনলাইন সাহিত্য গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ফাইজুল ইসলাম বলেন, “বিজয়ের মাসে আমাদের সিংরইল গ্রামকে পাখিবান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে আমরা পুরো মাস জুড়ে পাখির বাসা তৈরির কাজ চালিয়ে যাব। পরিবেশ রক্ষায় গ্রামের তরুণদের এই অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে।”
উদ্যোক্তারা জানান, সিংরইলের বিভিন্ন সড়ক, মাঠ, বিদ্যালয় প্রাঙ্গণ এবং বসতবাড়ির আশপাশের বড় গাছে একে একে শতাধিক পাখির বাসা স্থাপন করা হবে। সরজমিনে দেখা যায়  স্থানীয় তরুণরা ইতোমধ্যেই গাছ চিহ্নিতকরণ, বাসা তৈরি ও স্থাপনের কাজে অংশ নিচ্ছেন। গ্রামের প্রবীণরা বলছেন, এই উদ্যোগে গ্রামে পাখির সংখ্যা বাড়বে, শিশুদের প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মাবে এবং পরিবেশ হবে আরও প্রাণবন্ত।
নান্দাইল মুক্ত দিবসে প্রকৃতি রক্ষায় এমন অভিনব আয়োজন এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ শুধু সিংরইল নয় পুরো নান্দাইলেই পাখি ও পরিবেশ রক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।