শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবানে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের ৪৫ বছরের বৈষম্যের অবসান ও ডিপ্লোমা চিকিৎসকদের ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার  ( ১০ ডিসেম্বর)বিকেলে ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েন বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বান্দরবান জেলা প্রশাসক ও  সিভিল সার্জন  বান্দরবান কার্যালয়ের ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়- বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল স্বীকৃত ৪ বছর ৬ মাস মেয়াদি মেডিক্যাল ডিপ্লোমাধারী ডিগ্রী (ডিএমএফ) মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (গঅঞঝ)। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ১৯৭৬ সালে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল চালু হয়। যেখানে বর্তমানে ৪ বছর ৬ মাস মেয়াদি ডিপ্লেমা চিকিৎসা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সারাদেশে বর্তমানে ১৭টি সরকারি ও ২০৯টি বেসরকারি চালু রয়েছে। বর্তমানে ৩৫ হাজার ডিএমএফ ডিগ্রিধারী নিবন্ধিত চিকিৎসক রয়েছে। এছাড়াও এখনও নিবন্ধন প্রত্যাশী প্রায় ৫০ হাজার ডিএমএফ ডিগ্রিধারী চিকিৎসক এবং প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ১৯৭৯ সাল থেকে দীর্ঘ ৪৬ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
দীর্ঘ এই সময় ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এরমধ্যে তাদের চারটি প্রধান বৈষম্যের কথা তুলে ধরেছেন স্মারকলিপিতে। বৈষম্যগুলো হলো- অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত না করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা, পেশাগত পরিচয় সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি না দেওয়া, দীর্ঘ এক যুগ (১২ বছর) এর অধিক সময় ধরে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ না দিয়ে গ্রামীণ স্বাস্থ্য সেবা ধ্বংস করা, আন্তর্জাতিক মানদন্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা না করা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি ডাঃ অব. আলহাজ্ব জাহাঙ্গীর আলম,সহ সভাপতি যথাক্রমে আমিনুল ইসলাম, শিথোইচিং মার্মা,রেজাউল করিম,ভবানী দাশ,সাধারণ সম্পাদক ডাঃ শংকর প্রসাদ দাশ,সহ সাধারন সম্পাদক মাসাংচিং মার্মা,সাংগঠনিক সম্পাদক রবেল দেওয়ান,সহ সাংগঠনিক সম্পাদক সঞ্চয় দাশ,অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক যীশু দাশ,সমাজ কল্যাণ নুসরাত সায়মা জিনিয়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রিয়া দে,প্রচার ও প্রকাশনা মিজানুর রহমান, তথ্য ও গবেষণা এএস মং মার্মা, মহিলা বিষয়ক এমি রাখাইন,নির্বাহী সদস্য ফাতেমা বেগম, জন্নাত আরা,অংখ্যমং মার্মা,শারমীন আক্তার ও দয়াময় চাকমা প্রমূখ।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েন বান্দরবান জেলা শাখার সভাপতি ডাঃ অব. জাহাঙ্গীর আলম বলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারদের সাথে দীর্ঘ ৪৬ বছর ধরে বৈষম্য করা হচ্ছে। এরমধ্যে চারটি প্রধান বৈষম্য শনাক্ত করা হয়েয়ে। বৈষম্য বিরোধী অন্তর্র্বতীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে আমরা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার তথা ডিপ্লোমা ডাক্তারগন প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। ডিপ্লোমা চিকিৎসকদের দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্য বিরোধী মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কখনো হতাশ করবেন না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।