শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুসল্লি না থাকলে মসজিদ থেকে লাভ নেই -ধর্ম উপদেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন- “দেশের ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো উপজেলা মডেল মসজিদটির। আজ গুরুদাসপুরবাসীর আনন্দের দিন। ১৬ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট এই মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়বেন। মুসল্লি না থাকলে এবং ইসলামিক কর্মকান্ড না চললে মসজিদ থেকে লাভ নেই- এটা আমরা চাইনা। মসজিদের আবাদ করবেন সবাই।”

বুধবার বিকেলে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় মডেল মসজিদের প্রকল্প পরিচালক শহিদুল আলম, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোতাহার হোসেন, প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, মনোরম পরিবেশে নবনির্মিত মসজিদে কনফারেন্স রুম ও অডিটরিয়াম আছে। আছে পুস্তুক বিক্রয় কেন্দ্রসহ বহুমাত্রিক সেবা ব্যবস্থা। ৫০ জন মহিলার নামাজের ব্যবস্থা রয়েছে।

প্রধান অতিথি বলেন, “দেশের সমস্ত জেলখানাতে কুরআন শিক্ষা ও নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে জেল থেকে ফিরে আসামীরা নিয়মিত নামাজ আদায় করেন এবং অন্যায় কর্মকান্ড থেকে বিরত থাকেন। ফিনল্যান্ড, ডেনমার্কসহ পৃথিবীর অনেক দেশে জেলখানা নেই। সেখানে চুরি-ডাকাতিও নেই। আসুন আমরা ভালো হয়ে যাই।”

নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমরা ঈমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছি। আজকালের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। আশা করছি আপনার ভালো সরকার উপহার পাবেন।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।