শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। দিবসটির উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, আলোয়াখোয়া মহিলা সমিতির সভাপতি নূরীমা আক্তার, জয়ীতা আসমা বেগম প্রমুখ। বক্তারা বলেন এ অনুষ্ঠানটি নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সুসময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্লাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে ‘অদম্য নারী’ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত তিনজন সম্মাননাপ্রাপ্ত নারীর হাতে ক্রেস্ট সহ সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অদম্য নারীরা হলেন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সাজেদা শারমিন, সফল জননী আসমা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা মমতাজ পারভীন (মোম)।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।