ধানের চেয়ে সবজি চাষে লাভ বেশি। তাই সিরাজগঞ্জের সলঙ্গার অধিকাংশ কৃষকেরা সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।অনেকেই সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।১ শতক জমিতে বছরে ১৫/২০ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে কৃষকেরা জানান।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের অনেক কৃষকেরাই এখন বাড়ির উঠানে,রাস্তার ধারে,কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে লাউ কুমড়া,ফুলকপি,বাঁধাকপি,টমেটো, বেগুন,শিম,শসা,পালং শাক,মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন।ধান চাষ করলে সার,বীজ,কীটনাশক,পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ায় অনেকেই সবজি এখন চাষ করছেন।থানার সলঙ্গার চর, কালীবাড়ি,লাঙ্গলমোড়া,চর ধুবিল, এরান্দহ,তিন নান্দিনা,জঞ্জালী পাড়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হয়েছেন সবজি চাষ করে।উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলেও জানা গেছে।ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান,বাড়ির উঠানে,রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি।তিনি আরও জানান,একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা যায়।
সলঙ্গার কৃষি উপ-সহকারী কর্মকর্তা সোহেল আরমান জানান,কৃষি আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি।তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা লাভবান হচ্ছেন। একদিকে কৃষকেরা লাভবান হচ্ছেন।অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন।