পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট /২৫ ইং সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ টাইব্রেকারে ৪-৩ গোলে কয়রাবাড়ী আলোড়ন যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন।
আজ শুক্রবার ৫ ডিসেম্বর আটঘরিয়া মিনি স্টেডিয়ামে বিকাল চার সময় অনুষ্ঠিত ফাইনাল খেলা সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ও কয়রাবাড়ী আলোড়ন সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে উভয় দল ১-১ গোলে ড্র হলে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
টাইব্রেকারে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ৪-৩ গোলে কয়রাবাড়ী আলোড়ন সংঘকে পরাজিত করে দীর্ঘ দুইমাস ব্যাপি খেলার সেই কাংখিত চ্যাম্পিয়ন ট্রফি নিজ ঘুরে তুলে নেন।
দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সভাপতি শফি উদ্দিন শফির সভাপতিত্ব এসময় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাফফর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি,
পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশীদ মোল্লা,পৌর বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কয়রাবাড়ী আলোড়ন সংঘের খেলোয়াড় টুটুল। খেলা শেষে সেই কাংখিত লটারি উন্মুক্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে। লটারির প্রথম পুরস্কার একটি ফ্রীজ। সেই ভাগ্যবান শান্ত প্রথম পুরস্কার লটারিতে জিতে নেন।