শনিবার , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও-২ আসনের মনোনয়ন পেলেন ডা. আব্দুস সালাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের আওতাভুক্ত বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুস সালাম। দলীয় সূত্রে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার খবরে বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। শোকরানা দোয়া  মাহফিল, দেশনেত্রীর জন্য দোয়া মাহফিল এতীম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
মনোনয়ন পাওয়ার পর ডা. আব্দুস সালাম নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বালিয়াডাঙ্গী, হরিপুর ও আংশিক  রাণীশংকৈর  ধর্মগড়,কাশিপুর প্রতিটি ইউনিয়নের উন্নয়নে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও যুব কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় নেতারা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ডা. আব্দুস সালামের দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার মনোনয়নে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী লড়াই আরও প্রাণবন্ত হবে বলে তারা আশাবাদী।
মনোনয়ন ঘোষণার পর থেকেই বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রানিসংকেলের ধর্মগড় ও কাশিপুর এলাকায় পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।