বৃহস্পতিবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের প্রধান তিন দফা দাবির মধ্যে রয়েছে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়নসহ পদোন্নতির সুযোগ বৃদ্ধি
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। শিক্ষকদের দাবি সরকার দ্রুত আলোচনার মাধ্যমে এসব দাবি বাস্তবায়ন করবে, যাতে তারা আবারও পূর্ণ উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক আরিফুল হক, আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. লিটন সরকার, মো. ইউসুফ আলী, আরো বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা।
মানববন্ধন ও শাটডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন,
শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় বেতনগ্রেড উন্নীতকরণ অত্যন্ত জরুরি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব আমাদের, কিন্তু আমাদের ন্যায্য প্রাপ্য এখনও নিশ্চিত হয়নি। সরকার আমাদের দাবি মেনে নিলে শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রেমী মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সংহতি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।