বৃহস্পতিবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৫ – ২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষীদের নিয়ে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক একদিন মেয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার ( ৩ ডিসেম্বর) উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২০জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে মৎস্য ভবন,রমনা-ঢাকা’র বাস্তবায়ন শাখার সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান (লাভলু) উপস্থিত ছিলেন। অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা,পঞ্চগড় ড. কে.এম আব্দুল হালিম ও আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.)রতন কুমার বর্মন প্রশিক্ষণ প্রদান করেন।

প্রধান প্রশিক্ষক বলেন, বাংলাদেশের মৎস্য চাষ খাতে গত দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং এর মধ্যে মনোসেক্স তেলাপিয়া চাষ একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। মনোসেক্স তেলাপিয়া হল একটি বিশেষ পদ্ধতির মাছ চাষ, যেখানে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া মাছ চাষ করা হয়। এই পদ্ধতিতে মাছের দ্রুত বৃদ্ধি, অধিক উৎপাদন এবং লাভজনক ব্যবসার সুযোগ রয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ তেলাপিয়া চাষের জন্য অত্যন্ত উপযোগী, যা এই দেশকে মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। প্রশিক্ষণে মনোসেক্স তেলাপিয়া চাষে পুকুর নির্ধারণ,মনোসেক্স তেলাপিয়া চাষের পদ্ধতি সম্পর্কে মৎস্য চাষীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষকগণ বলেন, মনোসেক্স তেলাপিয়া দ্রুত বৃদ্ধি, অনিয়ন্ত্রিত প্রজনন রোধ, সমান আকারের মাছ হয়। বাজরে এ মাছের চাহিদা বেশী হওয়ায় দাম ভালো পাওয়া যায়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।