শামীম হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরের সৈয়দ ছদরুল ইসলামের ছেলে সৈয়দ মিজান (৩৩) করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২৬ জুলাই তিনি ভারত থেকে দেশে ফিরেন। দুই দিন রাগিব রাবিয়া হাসপাতালে ডায়ালাইসিসে ছিলেন। এরই মধ্যে করোনা পজিটিভ ধরা পড়লে শামছুদ্দীন হাসপাতালে ভর্তি হন। এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।