সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

“জনগণ নিশ্চিন্তে ঘুমাবে, আমরা জেগে থাকব”- রামগড়ে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আনোয়ার সাদাত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত রামগড় উপজেলা পরিদর্শন করেছেন। বিভিন্ন দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

রোববার (৩০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন,প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছানো এবং মাঠপর্যায়ে কার্যকারিতা বাড়াতে আমরা কঠোরভাবে কাজ করব।

 

নবাগত ডিসি জানান, জেলায় যোগদানের পর তাঁর প্রথম কাজ ছিল সামগ্রিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা। তিনি বলেন, প্রশাসন জনগণের বন্ধু – এই ধারণাকে বাস্তবে রূপ দিতে চাই। জনগণ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, আর আমরা জেগে থাকবো এটাই প্রশাসনের প্রতিশ্রুতি।

 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন,আমরা চাই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন। প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে যাতে ভোটের পরিবেশ সবার জন্য নিরাপদ থাকে।তিনি আরও বলেন,জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে সেবার মান আরও জোরদার করা হবে।

 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিকা চাকমা, রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম , রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

 

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক জুলাইয়ে রামগড়ের একমাত্র শহীদ আব্দুল মজিদ হোসেনের কবর জেয়ারত করে। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।