শনিবার , ২৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্মরণকালের সেরা জনসভা, বেনাপোলে বিশাল উঠান বৈঠক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি—এর উদ্যোগে বেনাপোলে এক শান্তিপূর্ণ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—মফিকুল হাসান তৃপ্তি, ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক সামাদ, বিএনপি নেতা মফিজুর রহমান সজন।
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু।
উঠান বৈঠককে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মীরা বলেন,“তৃপ্তি সাহেবের প্রচারণা এখন শার্শাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এটি নির্বাচনী মাঠে নতুন গতি আনবে।”
তারা আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে যাবে বলে আশা করছেন।
প্রধান অতিথির বক্তব্য মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বেনাপোল পৌরসভার সবকয়টি ওয়ার্ডের উন্নয়নের সার্বিক রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন—
অবকাঠামো উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ,কৃষির বিকাশ,কর্মসংস্থান সৃষ্টি,নারীর ক্ষমতায়ন,পরিবেশ সংরক্ষণসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন
শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে। আর যতদিন তারা চাকরি না পাবেন, ততদিন তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে।
শেষে তিনি দেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, কর্মী-সমর্থকসহ উপস্থিত সকলের মঙ্গল কামনা করে দোয়া চান।
শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা ও নতুন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।