শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর তৈরির অভিযোগে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি রাস্তা কেটে পুকুর তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামের মৃত জনাব আলীর ছেলে ও বিএনপি নেতা আলম হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ফজলুল হক, আমির চাঁদ, ফরহাদ, হামিদ, জয়দর, মৃত আলতাফ হোসেনের ছেলে সাইফুল হোসেন এবং মো. এনছাপ আলীর ছেলে আনিচুর রহমানসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি রাস্তা খনন করে পুকুর তৈরি করেছেন। শুধু রাস্তা কেটে পুকুরই নয়, অভিযোগ রয়েছে রাস্তার পাশ থেকে তারা একাধিক বিভিন্ন ফলজ গাছও কেটে নিয়ে গেছে, যা গ্রামবাসীর ক্ষোভ আরও বাড়িয়েছে।

 

এ ঘটনায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে গ্রামবাসীদের বিপদে পড়তে হচ্ছে।

 

এলাকাবাসীরা জানান, বিষয়টি নিয়ে তাঁরা ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, চলতি বছর অভিযুক্তরা আবারও রাস্তার আরও অংশ থেকে মাটি কেটে পুকুরটি গভীর করার চেষ্টা করছেন।

 

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন। তিনি বলেন, “এটি আমাদের গ্রামের মূল রাস্তা। এখন রাস্তা কেটে পুকুর করায় সবাই বিপাকে পড়েছি। উপরন্তু রাস্তার পাশের ফলজ গাছগুলো কেটে নেওয়ায় গ্রামের মানুষের আরও ক্ষতি হয়েছে।”

 

মানববন্ধনে অংশ নেয়া আফছার আলী বলেন, রাস্তা বন্ধ থাকায় রোগী পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত সবই বন্ধ হয়ে গেছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।

 

মোছা. সাথী খাতুন বলেন, আমরা বারবার অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি। নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছি। রাস্তার গাছগুলো কেটে নেওয়ায় পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্তদের একজন আলম হোসেন। তিনি তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তা কেটে পুকুর করেছি ঠিক, তবে পুকুরের পাশে যাতায়াতের জন্য বিকল্প পথ করে দিয়েছি।”

 

অভিযোগ প্রাপ্তি স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উভয় পক্ষের সাথেই কথা বলে ১৫ দিনের মধ্যে রাস্তা পূর্বের ন্যায় করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ১৫ দিন পার হলেও রাস্তা না করায় ইউনিয়ন ভূমিকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।