রংপুরের মিঠাপুকুর আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ভিডিপি ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদ হলরুমে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী প্রশিক্ষণার্থীর নিকট সনদ প্রদানের মধ্যে প্রশিক্ষণের পরিসমাপ্ত ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন—
“ভিডিপি সদস্যরা গ্রামীণ নিরাপত্তা, সামাজিক উন্নয়ন এবং সরকারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের যোগ্যতা ও দায়িত্ববোধ আরও দৃঢ় করতে হবে।”
তিনি আরও জানান, প্রশিক্ষণার্থী সদস্যরা নিজ নিজ এলাকায় সচেতনতা, শৃঙ্খলা ও জনসেবায় অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা আমাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোছাঃ কোহিনুর বেগম। তিনি তার বক্তব্যে বলেন—
“ভিডিপি সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ের শক্তি। সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। প্রশিক্ষণের প্রতিটি বিষয় যেন সদস্যরা মাঠপর্যায়ে কাজে লাগায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আবু বকর
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঠাপুকুর উপজেলা প্লাটুন কমান্ডার মোছাঃ আকলিমা বেগম। তিনি বলেন—এই প্রশিক্ষণ শুধু নিয়মিত কার্যক্রম নয়; এটি আত্মনির্ভরতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার এক বাস্তব কর্মশালা।”
বক্তারা প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে বলেন, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সমাজসেবার প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় হবে।
সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সকল কার্যক্রম সফলভাবে শেষ হয় এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।