শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আল ইখলাস মডেল মাদ্রাসায় বর্ণিল বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঠালতুলি বাজারে অবস্থিত আল ইখলাস মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি প্রার্থী ও খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি শিক্ষায় অগ্রসর, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ  ইব্রাহিম আবরার, তিনি  বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখে।”
এছাড়াও উপস্থিত ছিলেন,  স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ও সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।