জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা মিনি স্টেডিয়ামে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হোসাইন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আকতারুল ইসলাম।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্র্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা শেখ জাকারিয়া সুলতানা, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, বড় বড় গরু, ছাগল, মহিষ, হাস-মুরগি এবং পোষাপ্রাণির প্রায় শতাধিক খামারী অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে। এতে স্টল থাকছে ৩০টি। খামারীরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে অংশ নেন এই প্রদর্শনীতে।
তিনি বলেন, এখন আর বাইরের দেশের পশু দিয়ে কোরবানি হয় না। দেশি পশু দিয়ে কোরবানি হচ্ছে। যদিও আমরা দুধ উৎপাদনে একটু পিছিয়ে আছি। আমাদের মুরগির মাংস ও ডিম নিরাপদ।
বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। আর মেধা ও বুদ্ধিবৃত্তিক জাতি গঠনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান হলো প্রাণিজ আমিষ।
প্রাণিসম্পদই হচ্ছে প্রাণিজ আমিষ যোগানের অন্যতম উৎস। প্রাণিজ আমিষ দিয়েই আমাদের শরীরের প্রতিটি কোষ গঠিত হয় যার ওপর ভিত্তি করে আমাদের শারীরিক গঠন থেকে শুরু করে মস্তিষ্কের গঠন সম্পন্ন হয়ে থাকে।
উক্ত মেলায় প্রথম হয়েছেন ফারুক ডেইরি ফার্ম প্রো: মো: সিরাজুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ডেইরি মহিষের ফার্ম শাহাদাত হোসেন, তৃতীয় হয়েছেন দেবোত্তর এলাকার শাহিওয়াল গভীর মালিক আমিনউদ্দীন। এছাড়াও সকল অংশ গ্রহণকারি খামারিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়