দেশী জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি- আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর দিন ব্যাপি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে প্রাণিসম্পদ চত্বরে এর শুভ উদ্ধোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। মেলায় পরিদর্শন শেষে প্রাণিসম্পদ অফিসার সোহাগ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, কৃষি অফিসার রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, হরিপুর থানার ওসি তদন্ত শরিফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী।
বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
হরিপুরে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫