নাটোরের প্রথম শ্রেণির গুরুদাসপুর পৌরসভার নবনির্মিত নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ফিতা কেটে পৌর ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ।
জানা যায়, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স সরকার ট্রেডার্স। এরমধ্য দিয়ে দীর্ঘদিনের অফিস জটিলতা থেকে মুক্তি পেলেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। সুন্দর ও মনোরম পরিবেশে নির্মিত ভবনটিতে পৌরসভার সকল দাপ্তরিক কর্মকান্ড পরিচালিত হবে জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী।
উদ্বোধন শেষে পৌরসভার উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য শোনেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। এসময় জামায়াত নেতা আব্দুল খালেক মোল্লা, সাংবাদিক আলী আক্কাছ, বিএনপি নেতা সুফী মো. আবু সাঈদ, পৌর কর কর্মকর্তা দিল মোহাম্মাদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।